ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ আগস্ট ১৮, ০৩:৪৭ অপরাহ্ন

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় রাজ্যগুলোর পুলিশ বাহিনীকে প্রতি দুই ঘণ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রোববার থেকে ২৪ আগস্ট পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজ ও এর আশপাশের কয়েকটি এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় আটক সন্দেহভাজন আসামি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শনিবার তাঁর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী সংস্থা-সিবিআইয়ের কর্মকর্তারা। 

এ ছাড়া গতরাতে বামপন্থী দল সিপিএমের দুই ছাত্রনেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ।

গত ৯ আগস্ট সকালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায়, ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগে থেকেই পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework